
জিন্নাত হোসেন : বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী নিমতলা পাড়া কমিটির সংগঠকদের নিয়ে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার বাংলাদেশ মহিলা পরিষদ,দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নিমতলা পাড়া কমিটিতে দিনব্যাপী পাড়া কমিটির সংগঠকদের নিয়ে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষনের আয়োজন করা হয়। প্রশিক্ষনের শুরুতে স্বাগত বক্তব্য দেন দিনাজপুর জেলা শাখার সহ- সাধারণ সম্পাদক মনোয়ারা সানু। তিনি বলেন,বাংলাদেশের নারী আন্দোলন মনে করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারী-পুরুষের বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র র্নিমাণ করা সম্ভব। নারীর মানবাধিকার ও সমতা প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে ও বাস্তবমুখী, সুষ্টুভাবে পরিচালনার জন্য তৃণমূলে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণের শুরুতে ছিল পরিচয় পর্ব। এরপর হাউজরুল ও প্রত্যাশা চয়ন করা হয়। প্রশিক্ষন দুটি কর্ম অধিবেশনে ভাগ করা হয়। প্রথম কর্ম অধিবেশনে, ,জেন্ডার ধারণা ও নারীর ক্ষমতায়ন’’ এ বিষয়ে প্রশিক্ষক ছিলেন প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার উপ পরিষদের সম্পাদক রুবি আফরোজ। ’’নারী আন্দোলন ও বাংলাদেশ মহিলা পরিষদ’’ এ বিষয়ে প্রশিক্ষক ছিলেন সহ- সাধারণ সম্পাদক মনোয়ারা সানু। ২য় কর্ম অধিবেশনে,’’নারীর প্রতি সহিংসতা: যৌন হয়রানী ও করনীয়’’ এ বিষয়ে প্রশিক্ষক ছিলেন লিগ্যাল এইড সম্পাদক জিন্নুরাইন পারু এবং ’’ আর্থিক ব্যবস্থাপনা’’ বিষয়ে প্রশিক্ষক ছিলেন জেলাশাখার প্রোগ্রাম এক্সিকিউটিভ নীপাশেঠ। প্রশিক্ষনার্থীদের ৩টি দলে বিবক্ত করা হয়। দলীয় কাজ,প্রশ্ন ও উত্তর পর্বের মধ্য দিয়ে প্রশিক্ষণটি সমাপ্ত হয়। প্রশিক্ষনার্থীরা স্বত:স্ফুর্ত ভাবে প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। সভাপতিত্ব করেন নিমতলা পাড়া কমিটির সভাপতি জেসমিন । অনুষ্ঠান পরিচালনা করেন নিমতলা পাড়া কমিটির সাধারণ সম্পাদক অনামিকা পান্ডে।