
দেশে মহাসড়কের উপর প্রথম ফোর লেন গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা উড়াল সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী এ ফ্লাইওভারের উদ্বোধন করেন। এরপরই যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেয়া হয়।
এ উড়াল সেতু চালু হওয়ায় ময়মনসিংহ অঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ সহজ হবে। বাংলাদেশে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ২০১৩ সালের ২৬ অক্টোবর ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়। নির্ধারিত সময়ের তিন মাস আগেই নির্মাণ শেষ করে সেনাবাহিনী। চার লেন বিশিষ্ট এ ফ্লাইওভারটির দৈর্ঘ্য নয়শ মিটার এবং প্রস্ত ১৯ মিটার। ৭০ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় এ ফ্লাইওভারটি।
সেতু পরিদর্শনকালে তার সাথে ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি, গাজীপুর জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলামসহ সেনাবাহিনী, সড়ক পরিবহণ ও সেতু বিভাগের উর্দ্ধতন প্রকৌশলীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
রাজধানী ঢাকা থেকে ৬০ কিলোমিটার উত্তরে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ৭০ কোটি টাকা ব্যয়ে ৪৫০ মিটার দীর্ঘ মূল উড়াল সেতু এবং আরও ৪৫০ মিটার এ্যাপ্রোচ সড়কসহ এ সেতু নির্মাণে সময় লেগেছে প্রায় দুই বছর। তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ থেকে মাওনা পর্যন্ত ৮৭ দশমিক ১৮ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে সরকারের ব্যয় হয় ৯৯২ কোটি ১০ লাখ টাকা। বর্তমানে এ প্রকল্পের ৯০ ভাগের বেশি কাজ সমাপ্ত হয়েছে। সড়কটির চার লেনে উন্নীতকরণ প্রকল্পও মে মাসের মধ্যে শেষ হবে বলে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী আশা প্রকাশ করেন।
ঢাকা ও চট্টগ্রামের বাইরে এটাই ১ম উড়াল সেতু জানিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের সেতু বিভিন্ন সড়কে আরও নির্মাণ করা হবে। বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইউসিবির তদারকিতে দেশের শীর্ষস্থানীয় নির্মাণকারী প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেড সেতুটি নির্মাণ করেছে।