
স্টাফ রিপোর্টার : জমলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানীর ৩৮ তম মৃত্যু বার্ষিকী গতকাল সোমবার বাহাদুর বাজার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা জাগপার সভাপতি আলহাজ্ব রকিব উদ্দিন চৌধুরী মুন্না সভাপতির বক্তব্যে বলেন মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশের স্বাধীকারের জন্য প্রথম ডাক দিয়েছিলেন। তার মত নির্মহ ক্ষমতার মানুষ এখন দরকার। তিনি সারা জীবন জাতিকে শুধু দিয়েই গেছেন। দেশে যখনি কোন অন্যায় চেপে বসেছে তখনি তিনি প্রতিবাদে ফেটে পরেছেন। আজকের রাজনীতিতে সঠিক পথ দেখাতে তার আদর্শকে অনুসরণ করা প্রয়োজন। আজ ৩৮ তম মৃত্যু বার্ষিকীতে তার প্রতি জেলা জাগপা দিনাজপুর বাসীর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানায় এবং তার রুহের মাগফেরাত কামনা করে। এসময় উপস্থিত ছিলেন সহ সভাপতি এ্যাডঃ নুরুন্নবি, সহ সাধারণ সম্পাদক এ্যাডঃ বিনয় কান্তি রায় জীবন, দপ্তর সম্পাদক ও পৌর আহবায়ক মোঃ মাসুদ রানা চৌধুরী ডাবলু, যুব জাগপার জেলা সভাপতি ইমরুল কায়েস রুপম, জেলা মহিলা জাগপা জেলা সভানেত্রী শাহিনুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম, সদর থানা কেক্রেটারী খলিলুর রহমান, জাগপা ছাত্রলীগ জেলা সাধারণ সম্পাদ মজেদুর রহমান মাজেদ, জাগপা ছাত্রলীগ থানার আহবায়ক রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।