
কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার ॥ সোমবার শেখ জাহাঙ্গীর পীর মাজার ও কবরস্থান পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী পার্টি সেন্টারের মালিক সন্ত্রাসী সৈয়দ মাহবুল ইসলাম ও তার সন্ত্রাসী কর্তৃক শেখ জাহাঙ্গীর পীর মাজার ও কবরস্থানের পবিত্রতা নষ্ট, দানবাক্স, অফিস ভাংচুর, লুটপাট এবং বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির উদ্বোধনী ফলক ভাংচুরের প্রতিবাদে বালুবাড়ী শহিদ মিনার মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মোঃ শফিকুল হক ছুটু, এ্যাডঃ মেহেরুল ইসলাম, রবিউল আউয়াল খোকা, কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, ফয়সাল হাবীব সুমন, সৈয়দ মনসুরুল ইসলাম ডাবলু, সৈয়দ মাইনুল ইসলাম। বক্তারা বলেন গত ১৪ অক্টোবর বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টায় ২০-২৫ জন সন্ত্রাসী সৈয়দ মাহাবুল ইসলামের নেতৃত্বে চাইনিজ কুড়াল, সামুরাই, লোহার রোড, লাঠি নিয়ে শেখ জাহাঙ্গীর মাজার শরিফ ও কবরস্থানে প্রবেশ করে। তারা হুইপ ইকবালুর রহিম এমপি কর্তৃক মাজারে নতুন ভবনের উদ্বোধনী নাম ফলক লোহার রোড দিয়ে ভেঙ্গে ফেলে। এছাড়াও মাজারের তালা ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যায়। মাজারের কর্মরত খাদেম সাহেবকে জুতা মেরে লাঞ্চিত করে। দানবাক্সের তালা ভেঙ্গে টাকা লুট করে। আমরা তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার জন্য এবং শেখ জাহাঙ্গীর পীর মাজার ও কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে দল মত নির্বিশেষে এগিয়ে আসার জন্য আহবান জানাচ্ছি এবং সেইসাথে লুটপাটকারী ভন্ড প্রতারক সৈয়দ মাহাবুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।