
পার্বতীপুর প্রতিনিধি ॥ মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা তার পুত্রকে পুলিশে দিলেন।
রবিবার সকালে মা মনছুরা বেগম তার মাদকাসক্ত ছেলে মাসুদুর রহমান মাসুমকে পুলিশে সোপর্দ করেন।
মাসুদুর রহমান মাসুম দিনাজপুরের পার্বতীপুরের রামপুর ইউনিয়নের হুগলীপাড়া গ্রামের আবু তালেব এর পুত্র।
রবিবার দুপুরে পুলিশ ভ্রাম্যমান আদালতের সামনে মাসুদুর রহমান মাসুমকে (২৫) হাজির করে। আদালত মাসুদুর রহমান মাসুমকে মাদক সেবনের অপরাধে এক বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরফদার মাহমুদুর রহমান এ রায় দেন।
পার্বতীপুর মডেল থানার উপ-পরির্দশক মোস্তাফা কামাল জানান, রবিবার সকাল ১০টায় হুগলীপাড়া গ্রামের আবু তালেব এর স্ত্রী মনছুরা বেগম তার মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে সোপর্দ করেন।