রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মাদকের বিষাক্ত ছোবলে রাণীশংকৈলের যুবসমাজ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

রাণীশংকৈল আর্দশ উপজেলার বর্তমান যুবক সমাজ মাদকের মরণ নেশায় আবদ্ধ । হাত বাড়ালেই পাচ্ছে-ফেন্সিডিল, গাজা, হিরোইন, ইয়াবা সহ নানান মরন নেশা। বর্তমানে উপজেলার উপশহর-নেকমরদে বিভিন্ন জায়গায় মাদক স্পট মুক্তা সিনেমা হলের বামদিকে অবাধে ফেন্সিডেল বিক্রি করছে। জয় কালি হাটের সামনে, কলেজ হাটের পেছনে ও সামনে পাগলু স্টানে ,শ্বশান পাড়ায়, ব্রিজের নিচে, কলেজ ঈদগাহ মাঠ নাম করা একটি স্থান রাত ১০টা থেকে রাত ৩টা পর্যন্ত চলে গাজা ও ডালের আসর বসে প্রশাসন নিরব ভুমিকা পালন করছে। অথচ যুব সমাজ হচ্ছে আগামী দিনের ভবিষ্যত সঠিক পথ দেখানো আমাদের উচিৎ

Spread the love