
মো: আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ গতকাল কাহারোল উপজেলার রামপুর মোড় নামক স্থানে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা গাজীপুর গণবিশ্ব বিদ্যালয় ৫ম বর্ষের এমবিবিএস শিক্ষার্থী ও বিভিন্ন বিষয়ে অনার্স শেষ বর্ষের ৭৫জন ছাত্র-ছাত্রীর অংশ গ্রহনে মহাসড়ক সংলগ্ন রামপুর কমিউনিটি ডেভলমেন্ট এসোসিয়েশন ও গনস্বাস্থ্য কেন্দ্র (জনসৃজন ইনিষ্টিটিউট) থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করে। ব্যানার-ফেসটুন সহকারে গণস্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে র্যালীতে মাদক বিরোধী শ্লোগান দিয়ে কয়েক কিলোমিটার অতিক্রম করে শিক্ষার্থীরা। র্যালী শেষে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক সংলগ্ন কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের রামপুর বাজারে এক সমাবেশের আয়োজন করে।
সমাবেশে মাদকের বিষাক্ত ছোবলে ক্ষতি কারক বিষয় সমুহ তুলে ধরে বক্তব্য রাখেন ঢাকা-গাজীপুর গণ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডা: রতনগির (সাজারী বিশেষজ্ঞ), অধ্যাপক ডা: সাইফ (মেডিসিন বিশেষজ্ঞ), এমবিবিএস ৫ম বর্ষের ছাত্র মো: আসিফ রেজা, মো: নাফিজ আব্দুল্লাহ, মোছা: আশেকা আখতার কংকা ও মোছা: হাসনা হেনা সাথী প্রমুখ। রামপুর বাজারের শতশত মানুষ সমাবেশে যোগদান করেন ও মাদক বর্জনে ঐক্যমত পোষন করেছেন।