
ডেস্ক রিপোর্ট: সবার জন্য মৌলক মানবাধিকার নিশ্চিত করার জন্য, কাজে গতি আনতে খুব শীঘ্রই ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ঘোষণার তাগিদ দিয়েছেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আব্দুর রহিম খান।
আজ ০৯ অক্টোবর ২০১৫ ( শুক্রবার) বিকাল ৪টায় ঢাকা রিপোর্টার ইউনিটিতে ঈদপুর্ণমিলনী ও কমিটি গঠন সংক্রাক্ত আলোচনা সভায় তিনি এ তাগিত দেন।
তিনি বলেন, মানুষের জন্য অধিকারেই মানবাধিকার। এ অধিকার রক্ষায় সংগ্রাম করতে আজ আমরা একত্র হয়েছি। আমাদের এ অধিকার রক্ষার সংগ্রামকে পৌঁচ্ছে দিতে হবে বাংলাদেশের প্রতিটি প্রতিটি জেলা, উপজেলা, থানা এমনকি প্রতিটি পরিবারে। আজ থেকে আমাদের এ শপথ নিতে হবে “আর নয় অধিকার লঙ্খন সবার জন্য মানবাধিকার ফাউন্ডেশন”।
উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড: আব্দুস সালাম খান, মহাসচিব এ্যাড. কামালসহ হোসেন, সেন্টাল কো-অডিনেটর রকি ভূঁইয়াসহ আরো অনেকে।