রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মানবিক চেতনা সম্পন্ন মানুষ শেখ রাসেলের বিয়োগ-বেদনাকে হৃদয়ে ধারণ করে-হুইপ ইকবালুর রহিম

জিন্নাত হোসেন : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, দেশকে ধ্বংস করে বিএনপি-জামাত জোট ক্ষমতায় যেতে চায়। তারা গণতন্ত্র নয় ক্ষমতার জন্য দেশের মানুষকে বোমা মেরে হত্যা করতেও দিধা বোধ করছে না। তিনি বলেন, দেশের বর্তমানে সহিংস অবস্থায় অবাক হওয়ার কিছু নেই কারণ এ ধরনের কাজ করার জন্যই বিএনপি-জামাতের জন্ম। আর সেই কাজ করছে তারা। আন্দোলনের নামে ২০ দলীয় জোট রাজনৈতিক কর্মকান্ডের আড়ালে সন্ত্রাসী কায়দায় হত্যাযোগ্য কর্মকান্ড পরিচালনা করছে।

৬ মার্চ শুক্রবার দিনাজপুর বড়ময়দানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পৃষ্টপোষকতায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ দিনাজপুর জেলা শাখা আয়োজিত ৮ম শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫ এর চুড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুন, সুভবুদ্ধি-বোধসম্পন্ন মানুষের কাছে অনন্য ভালবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতিক হয়ে বাংলাদেশে বিস্তৃর্ণ জনপদে শেখ রাসেল আজ এক মানবিক সত্ত্বায় পরিণত হয়েছেন। মানবিক চেতনা সম্পন্ন মানুষ শেখ রাসেলের বিয়োগ-বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশুর-কিশোরের মুখে হাসি ফোটাতে প্রতিশ্রুতিবদ্ধ।

Iqbal C-02দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক আবু ইবনে রজব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ও পুলিশ সুপার মোঃ রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এস.এম খালেকুজ্জামান রাজু, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক লুৎফুল কবীর বকুল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা তারিকুন বেগম লাবুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির, শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ মোঃ রেজওয়ান-উর-রহমান পলাশ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট ধারা ভাষ্যকার মোঃ রফিক। চূড়ান্ত খেলায় বালুবাড়ী প্রচেষ্টা ক্রীড়াচক্র ৫ উইকেটে মিশন রোড রিয়াজুল হক স্মৃতি সংসদকে পরাজিত করে।

উল্লেখ্য ৮ম শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ভারতের কলকাতা শিলিগুড়ী অগ্রগামী সংঘসহ ৮টি দল অংশগ্রহণ করে।