বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

‘মানুষের প্রতি দুইনেত্রীর কোনো মায়া-মমতা নেই।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বলেন,‘মানুষের প্রতি দুইনেত্রীর কোনো মায়া-মমতা নেই। দুই নেত্রীকে বলব, পেট্রোলবোমা-ককটেল না থামাতে পারলে আপনারা দুইজনই পদত্যাগ করুন।’

শনিবার বিকেলে  টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়ান ঈদগাহ মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়েজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে  সিদ্দিকী এ সব কথা বলেন।

কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘হরতাল-অবরোধে পেট্রোলবোমা শুধু খালেদা জিয়ার কর্মীরাই মারে নাই, শেখ হাসিনার লোকেরাও মেরেছে। বোমা যেই মারুক সেটা থামানোর দায়িত্ব সরকারের। একটি ছাগলের পা ভাঙলেও সভ্য দেশে সরকারকে জবাবদিহি করতে হয়।’

আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, টাঙ্গাইল জেলা সভাপতি এ এইচ এম আব্দুল হাই, সখিপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল হালিম লাল, সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার শামীম, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল, কামরুজ্জামান প্রমুখ।