
দিনাজপুর প্রতিনিধি : সমাজসেবা কার্যালয় দিনাজপুর এর উপ-পরিচালক মোঃ আহসানুল হক চৌধুরী বলেছেন মানুষের সেবা করাই হচ্ছে পবিত্র ধর্ম। সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থাগুলোকে শীতার্ত মানুষের সেবায় এগিয়ে আসতে হবে। প্রবীন গণগোষ্ঠি আমাদের অভিভাবক। তাদের বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।
শনিবার অনন্যা সংস্থা কার্যালয় চত্বরে প্রবীন হিতৈষী সংঘ ও অনন্যা সংস্থা দিনাজপুর আয়োজিত হেলপ এইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় প্রবীন শীতার্ত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। প্রবীন হিতৈষী সংঘের সভাপতি আলহাজ্ব মোকাদ্দস হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীন হিতৈষী সংঘের সাধারন সম্পাদক আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, অনন্যা সংস্থার জিনাত আরা চৌধুরী মিলি, বিলকিস আরা, ইসলাম নূর, এ.কে.এম মেহেরুল্লাহ বাদল। স্বাগত বক্তব্য রাখেন অনন্যা সংস্থার নির্বাহী পরিচালক কানিজ ফাতেমা বেগম। সভা পরিচালনা করেন মোঃ রবিউল ইসলাম। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় প্রবীন শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।