পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ী, মন্ডলপাড়া গ্রামের মো: সলেমান আলীর স্ত্রী মোছা. তাছলিমা বেগম ২৫/০২/২০১৪ একটি নব জাতক কন্যা সন্তান প্রসব করেন। কিন্তু কন্যা সন্তানটির জন্মের পর থেকে পায়খানার ছিদ্র না থাকায় অসহায় পরিবারের উপর পাহার ভেঙ্গে পরার মত অবস্থা দার হয়। ডা. নব জাতক সন্তানকে অপারেশন করাতে বলেন। এবং জন্মের পর দিন একবার বাচ্চাটিকে অপারেশন করানো হয়। ডা: জানান, বাচ্চাটিকে আরো দু-বার অপারেশন করাতে হবে, অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন। কিন্তু পরিবারের পক্ষে অপারেশন করানোর জন্য এতো টাকা যোগাড় করতে অসম্ভব। নব জাতকের বাবা মো: সলেমান আলী একজন গরীব অসহায় দিন মুজুর। তিনি মাটির কাঁটার কাজ করে পরিবারের খরচ যোগার করেন। নব জাতকের বাবা সকলের প্রতি অনুরোধ জানিয়ে আর্থিক সাহায্যের জন্য হাত বাড়ানোর আহব্বান জানিয়েছেন। সাহায্যের জন্য বিকাশ নাম্বার ‘০১৮৩৯১৩৬৮১৮’ ও ডাচবাংলা ‘০১৮৩৯১৩৬৮১৮৮’ এখন শুধু মায়ের কান্না আর বাবার আকুতি ও অপেক্ষা কোন মহত ব্যক্তি তার সন্তানকে বাচাতে এগিয়ে আসবে ।
-
-
পঞ্চগড় জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক এনামুল হক নির্বাচিত অক্টোবর ৬, ২০২২
-
বোদায় নৌকা ডুবে নিহত ৭ পরিবারকে উদীচীর আর্থিক সহায়তা প্রদান অক্টোবর ৬, ২০২২
-
বোদায় হারানো ফোন উদ্ধারে জনপ্রিয়তা বাড়ছে ’বিসিপিআরটিএ’ এর অক্টোবর ৬, ২০২২
-
বিয়ে-বাড়ির মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৫ অক্টোবর ৬, ২০২২
- শুক্র
- শনি
- রোব
- সোম
- মঙ্গল
- বুধ
- বৃহ