বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মান্নার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার চিকিৎসার জন্য ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

চিকিৎসকদের পরামর্শে মান্নাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ১১ নম্বর বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মনিরুল ইসলাম।

মান্নাকে রিমান্ডে কোনো ধরনের শারীরিক অথবা মানসিক নির্যাতন করা হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যেকোনো সময় যে কেউ অসুস্থ হতে পারেন। তিনি উচ্চ রক্তচাপের রোগী, এটা আগেই আদালতে বলা হয়েছিল। তিনি গত রাতে (মঙ্গলবার) হাইপার টেনশনে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার জন্য ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তিনি এখন বিশ্রামে রয়েছেন।’

ডিবির যুগ্ম-কমিশনার আরও বলেন, ‘মাহমুদুর রহমান মান্না গ্রেফতার হওয়ার পর তার একটি কনভারসেশন (আলাপচারিতা) পাওয়া যায়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।