ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘মান্না-কামাল ও জামায়াতে ইসলাম একই সূত্রে গাঁথা। এরা দলছুট সন্ত্রাসী। কেউই আইনের শাসন মানেন না। সংবিধান মানেন না। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’
মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে ২০ দলীয় জোটের ডাকা হরতালের প্রতিবাদে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি ক্ষমতায় আসলে বাংলাদেশ হবে জঙ্গির দেশ। দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন করতে দেয়া হবে না।’
সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, আওলাদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.দিলীপ রায় ও দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন প্রমুখ।