
স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, মান্না-খোকার ষড়যন্ত্রের ফসলঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ রায় চৌধুরী হত্যাকান্ড।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ।
মোহাম্মদ নাসিম বলেন, ‘তারা যে কথাটি বলেছে তা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারা লাশ চায়। দুঃখজনক হলেও সত্যি গতকালই প্রথম সে লাশটি পড়ে।’
প্রসঙ্গত, গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন মুক্তচিন্তার লেখক, ব্লগার ও সাংস্কৃতিক কর্মী অভিজিৎ রায়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।