দিনাজপুর প্রতিনিধি : বৃহস্পতিবার কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি)’র আয়োজনে সিডিডি’র সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থিক সহযোগিতায় পিআরপিডি-ডিআই প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে কর্মরত সিডিজেন এ্যাডভোকেসী ফোরাম (ক্যাফ) দিনাজপুর এর বাস্তবায়নে যৌন হয়রাণীর শিকার বাক্ ও মানুসিক প্রতিবন্ধী কন্যা শিশু বন্যা রাণী (১৪)’র ধর্ষকরা মমলা তুলে নেওয়ার জন্য এবং পরিবারের লোকজনদের হুমকি ধুমকির প্রতিবাদে সিডিসি’র নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়ের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে মানববন্ধন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু রাহয়ান মিঞা, পুলিশ সুপার মোঃ রুহুল আমিন ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচীতে সিডিসির স্ব-সংগঠনের প্রতিবন্ধী ব্যক্তিরা ছাড়াও দিনাজপুরের কর্মরত প্রতিবন্ধী সংগঠন প্রতিবন্ধী বিদ্যালয় ও পূর্ণবাসন সংস্থা, বাংলাদেশ বেকারত্ব দূরিকরণ সমিতি (বিবিডিএস) দি লেপ্রসী মিশন বাংলাদেশ, আশার আলো প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন সদর দিনাজপুর, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র প্রতিনিধিবৃন্দ অশংগ্রহণ করেন। উলেখ্য দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি গ্রামের দরিদ্র মোহন চন্দ্র রায় এর শিশু কন্যা বাক্ ও শারিরীক প্রতিবন্ধী বন্যা রাণী রায়কে (১৪) ধর্ষন করে এলাকার মোঃ জাবেদ। লোকজন তাকে ধরে ফেলে এবং কোতয়ালী থানায় সোপর্দ্দ করা হয়। বর্তমানে মামলা তুলে নেওয়ার জন্য আসামীদের লোকজন বন্যা রাণী রায়ের পরিবারকে হুমকি ধামকি প্রদান করছে।