শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মালদাহ্পট্টি ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : গত শনিবার রাতে সম্প্রীতি কমিউনিটি সেন্টারে মালদাহপট্টি ব্যবসায়ী সমিতি’র বার্ষিক সাধারণ সভা-২০১৪ অনুষ্ঠিত হয়।

মালদাহপট্টি ব্যবসায়ী সমিতি’র সভাপতি বিজয় চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও বার্ষিক প্রতিবেদন পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসিম। আয় ব্যায়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ আলমগীর চৌধুরী জুয়েল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক উদ্দীপ ভৌমিক। প্রতিবেদন দুটির উপর আলোচনা করেন সাবেক সভাপতি জামিরুল ইসলাম জুয়েল, ভিকম চন্দ্র আগরওয়ালা, সত্য নারায়ন আগরওয়ালা, সত্য ঘোষ, নির্বাহী সদস্য মজিবুর রহমান, অজয় আগরওয়ালা, আশাদুল ইসলাম আশাদ, মোঃ শারওয়ার আলী, মোঃ আরমান, মোঃ নিপুন। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ ইকবালুর রহিম। বক্তারা অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন যে কোন অপশক্তি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠেকাতে প্রতিটি দোকানদার ভাইদেরকে লাঠি বাঁশি নিয়ে প্রস্ত্তত থাকতে হবে। গঠনতন্ত্র মোতাবেক প্রতিটি সদস্যদের নিরাপত্তা এবং ব্যবসার পরিবেশ গড়ে তুলতে সমিতির নেতৃবৃন্দ সব সময় সদস্যদের পাশে রয়েছে। ঐক্যবদ্ধভাবে সমিতির পতাকা তোলে সবাইকে থাকতে হবে।

Spread the love