রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মালালাকে নাগরিকত্ব দেবে কানাডা সরকার

Malalaঅকুতোভয়ী ১৭ বছর বয়সী মালালা ইউসুফজাইকে নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার। অনলাইন ডনে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, কানাডার প্রধানমন্ত্রী বলেন, আগামী ২২ অক্টোবর ওটাওয়া সফর করবেন মালালা এবং সেখানেই তাকে সম্মানজনক এ নাগরিকত্ব দেয়া হবে। এর আগেও ৫ ব্যক্তিকে কানাডার পক্ষ থেকে এ সম্মাননা দেয়া হয়েছে। মালালা ষষ্ঠ ব্যক্তি হিসেবে সম্মানজনকভাবে কানাডার নাগরিকত্ব পাওয়ার বিরল সম্মানের অধিকারী হচ্ছেন।
গতকাল শুক্রবার মালালাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার জন্য নাম ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নেতারা মালালাকে সম্মান জানাচ্ছেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুন মালালাকে ‘জাতিসংঘ কন্যা’ উপাধিতে আখ্যায়িত করেছেন। তবে মালালার এ নোবেল পুরস্কার নিয়ে কিছুটা বির্তক উঠেছে। আন্তর্জাতিক শান্তিতে মালালার অবদান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান মালালার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য -বিবৃতিও দিচ্ছেন।

Spread the love