রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মালয়েশিয়ার সাথে ৪ চুক্তি ও ৩টি স্মারক স্বাক্ষরিত

মালয়েশিয়ার সাথে বাংলাদেশের ৪টি চুক্তি ও ৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার পুত্রজায়ার পারদানা স্কয়ারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা এসব চুক্তিতে সই করেন। জনশক্তি রপ্তানি, ভিসা প্রক্রিয়া সহজ করা, পর্যটন খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এর আগে বুধবার স্থানীয় সময় বিকাল ৩টায় শেখ হাসিনা মোটর শোভাযাত্রা করে পারদানা স্কয়ারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে নাজিবতুন আবদুল রাজাক তাকে স্বাগত জানান। এ সময় সেখানকার একটি শিশু বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছার ফুল তুলে দেয়। তারপর শেখ হাসিনা শিশুটি আদর করে দেন। এছাড়া সেখানে সেনাবাহিনীর গার্ড অব অনার ও তাকে অভ্যর্থনা জানান নাজিবতুন আবদুল রাজাক। প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে বিকাল ৩টা ২৫ মিনিটে শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক। এ বৈঠকেই ৪টি চুক্তি ও ৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়
প্রসঙ্গত দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের পর মালয়েশিয়ার সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী দেশ বাংলাদেশ। তবে দ্বিপক্ষীয় বাণিজ্যে মালয়েশিয়া এগিয়ে আছে অনেক দূর। বাংলাদেশে প্রতি বছর মালয়েশিয়া থেকে প্রায় ২০০ কোটি ডলারের পণ্য কেনে। অন্যদিকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যায় সাড়ে ১৩ কোটি ডলারের পণ্য। বাংলাদেশের তৈরি পোশাক, বিশেষ করে নিটওয়্যার পণ্য রপ্তানি হয় প্রশান্ত মহাসাগরীয় এই দেশটিতে। বিপরীতে আমদানি হয় জ্বালানি ও ভোজ্য তেল। বাংলাদেশে শতাধিক মালয়েশীয় কোম্পানির বিনিয়োগও রয়েছে।
৩ দিনের এ সফরে গতকাল মঙ্গলবার কুয়ালালমপুরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের একটি দল প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। আজ বুধবার সকালে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আয়োজিত একটি সংলাপে অংশগ্রহণের পর দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে পুত্রাজায়ায় আসেন তিনি। সফরে শেষে আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টায় কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন তিনি। এ সময় তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন, মালয়েশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী হামজাহ জইনুদ্দিন, মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রী হাজি ইসমাইল হাজি আবদুল মুত্তালিব ও মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার একেএম আতিকুর রহমান। বাংলাদেশ সময় বেলা ২টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরার কথা রয়েছে।

Spread the love