
ডেস্ক নিউজ: মালয়েশীয় এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমান খুঁজতে চীন ১০টি স্যাটেলাইট মোতায়েন করছে। সরকারি সংবাদ মাধ্যম মঙ্গলবার এ কথা জানায়। বিমানটি গত চারদিন ধরে নিখোঁজ হলেও এখনও পর্যমত্ম কোনভাবেই এর হদিস মিলছে না। বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে শনিবার নিখোঁজ হয়।
পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ডেইলির খবরে বলা হয়, চীনের উত্তরাঞ্চলের জিয়ান স্যাটেলাইট কন্ট্রোল সেন্টার থেকে নিয়ন্ত্রিত উচ্চ ক্ষমতাসম্পন্ন এসব স্যাটেলাইট তল্লাশি ও উদ্ধার কাজে ব্যবহৃত হবে। নিখোঁজ বিমানে ২৩৯ আরোহী ছিল। এদের অধিকাংশ চীনের। বিমানটি নিশ্চিতভাবেই যদি হারিয়ে যায় তবে এটি হবে চীনের নাগরিকদের মৃত্যুর ক্ষেত্রে দ্বিতীয় ভয়াবহ বিমান দুর্ঘটনা। এদিকে আমত্মর্জাতিক উদ্ধার অভিযানে চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডের ক্রুরা অংশ নিয়েছে।