দিনাজপুরের কৃতি সন্তান দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনেরএমপি আবুল হাসান মাহমুদ আলী পুনরায় পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিশাল আনন্দ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
১২টায় দিনাজপুরের খানসামা উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনসাধারণকে সঙ্গে নিয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খানসামা পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এসে আনন্দ মিছিলটি শেষ হয়। এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম আনিসুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য বুধবার দুপুর ১২টায় বঙ্গভবনের দরবার হলে আবুল হাসান মাহমুদ আলী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি নিকট শপথ গ্রহণ করেন।