
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ মিথ্যা চাঁদাবাজীর মামলায় জামিনে গতকাল রবিবার দিনাজপুর জেলা কারাগার হতে মুক্ত হয়েছেন খানসামা উপজেলা যুব মহিলালীগ’র সা. সম্পাদিকা নুরে জান্নাত নূরী।
নূরী পক্ষের নিযুক্তিয় আইনজীবী ও খানসামা উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সামসুর রহমান পারভেজ জানান, নূরী গত ৩০ নভেম্বর ২০১৪ তারিখে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করলে, আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। গতকাল রবিবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর উক্ত নূরীর জামিন মঞ্জুর করেন বলে আইনজীবী জানান।
বিশ্বস্ত সুত্রে জানা যায়, রাজনৈতিক প্রতিহিংসার কারনে জনৈক ফয়েজকে দিয়ে খানসামা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম উক্ত মামলা মিথ্যাভাবে সৃষ্টি করেছেন। মামলার নথিতে দেখা যায়, উক্ত প্রভাষক সাইফুল ইসলাম মামলার সাক্ষ্য প্রদান করেছেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, মূলত স্পষ্টভাষী হবার কারনে এবং সাইফুল ইসলামের দূর্নীতির প্রতিবাদ করায় নূরে জান্নাত নূরীকে মিথ্যা মামলা দিয়ে হেয় প্রতিপন্ন করা হলো।