
দিনাজপুর প্রতিনিধি : ষড়যন্ত্র ও উদ্দেশ্যমুলক ভাবে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার প্রতিবাদে গতকাল সংবাদ সম্মেলন করেছে বীরগঞ্জের শিক্ষক নূর ইসলাম পিন্টু।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের শম্ভুগাঁও গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম সুলতান আহম্মেদ সরকারের পুত্র স্কুল শিক্ষক নুর ইসলাম পিন্টু জানান, একই গ্রামের মৃত আনসার আলীর ছেলে নুর মোহাম্মদসহ তার ভাইয়েরা সংঘবদ্ধ হয়ে প্রতিবেশী মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুর রাজ্জাকসহ অপরাপর গ্রামবাসীদের সাথে কাঠাঁল গাছের ডাল কাঁটাকে কেন্দ্র করে ঝগড়া-বিবাদ হয়,এক পর্যায়ে তারা এ ঘটনাকে সংঘর্ষের রূপ দিয়ে সমগ্র এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। এ নিয়ে পরবর্তীতে থানা পুলিশ ও আদালতে পাল্টাপাল্টি মামলা-মকদ্দমায় জড়িয়ে পরে।
তিনি জানান , ওই ঘটনাটি নিয়ে দু’পক্ষের মধ্যে চলতে থাকে অভিযোগ পাল্টা অভিযোগ, মামলা পাল্টা মামলা। সামাজিকভাবে স্থানীয় ইউপি মেম্বার আবুবকর সিদ্দিক উত্তেজনাপূর্ন বিবাদমান পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য বেশ কয়েকবার দেনদরবার চালিয়ে ব্যর্থ হয়।
পিন্টু সংবাদ সম্মেলনে জানান, কলহ বিবাদ কিংবা সমঝোতার কোন বৈঠকের সাথে আমার সম্পৃক্ততা নাই কিংবা ছিল না। তথাপি নাটকীয় ঘটনা সাজিয়ে নুর মোহাম্মদ গ্রুপ একের পর এক মিথ্যা মামলা সৃষ্টি এবং আমাকে ঘটনার মূলহোতা হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের দ্বারা সৃষ্ট প্রতিটি মামলার আরজিতে আমাকে প্রধান অভিযুক্ত দেখানো হচ্ছে যা আদৌ সত্য নয়। আমি নিশ্চিত যে বংশানুক্রমে অত্র নিজপাড়া ইউনিয়নে আমার পিতা মরহুম সুলতান আহম্মেদ সরকার, তার মৃত্যুর পর আমার চাচা আলহাজ্ব মহসিন আলী সরকার চেয়ারম্যান ছিলেন।
বিগত ইউপি নির্বাচনে আমার বড় ভাই নুরীয়াস সাঈদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। তাছাড়া আমি যে স্কুলের প্রধান শিক্ষক সেই উত্তর শম্ভুগাঁও প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হতে না পেরে বর্তমান চেয়ারম্যান সাহেব আমার উপর অহেতুক ক্ষিপ্ত হয়েছেন। ফলে চেয়ারম্যান এম এ খালেক ও তার সন্ত্রাসী বাহিনীর কতিপয় সদস্য বিবাদকারী সংশ্লিষ্টদের উস্কিয়ে আমার ও আমার পরিবারের দীর্ঘ দিনের অর্জিত সুনাম ক্ষুন্ন করার হীন মানসিকতায় লিপ্ত হয়েই এমন পরিস্থিতির উদ্ভব করেছেন।
একজন সহজ-সরল নিরিহ শান্তিপ্রিয় মানুষ, শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত। তাই চলমান ঘটনা দৃষ্টে প্রশাসনসহ আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমার এহেন ষড়যন্ত্রে লিপ্ত কুচক্রি মহলকে চিহিৃত করে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত পূর্বক আমাকে হয়রানী থেকে অব্যাহতি দিয়ে সাধারণ মানুষের ন্যায় জীবন-যাপনের পথ সুগম করে দিবেন।