
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ করেছে জেলা বিএনপি। আজ রোববার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ আরো অনেকে। বক্তারা, অবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান।