মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মির্জা ফখরুলসহ ২৬ জনের বিরুদ্ধে ৫ নভেম্বর চার্জগঠন

M F Eবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের দুটি মামলায় আগামী ৫ নভেম্বর চার্জগঠন ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত। আজ রবিবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ তারেক মইনুল ইসলাম ভুইয়ার আদালত এ দিন ধার্য করেন। বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের দুটি মামলায় মির্জা ফখরুলসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জগঠন এবং সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল আজ। বিএনপির আইনজীবীরা মামলা দুটির জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে এ মামলায় হাজিরা দিতে মহানগর দায়রা জজ আদালতে হাজির হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বরকতউল্লাহ বুলু, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ২৬ নেতাকর্মী। প্রসঙ্গত গত বছর বিএনপির কর্মসূচি চলাকালে দলের নয়াপল্টন কার্যালয়ের আশেপাশে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে পল্টন থানায় দুটি মামলা দায়ের করেন পুলিশ।

Spread the love