রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মিশরের সিনাইয়ে ৩১ সৈন্য নিহত : জরুরী অবস্থা জারি

মিশরের সিনাই উপদ্বীপে দু’টি হামলার ঘটনায় কমপক্ষে ৩১ সৈন্য নিহত হওয়ার পর সেখানে বিভিন্ন অংশে তিন মাসের জন্য জরুরী অবস্থা জারি করা হয়েছে। প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি সন্দেহভাজন জিহাদিদের হামলায় নিহতের ঘটনায় ৩দিনের শোক ঘোষণা করেন। শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে সিনাই উপদ্বীপে একটি গাড়ি বহরে বোমা হামলায় কমপক্ষে ১১ পুলিশ সদস্য নিহত হয়। গাজা সীমান্তবর্তী ওয়েফাক গ্রাম হয়ে যাওয়ার সময় ওই গাড়ি বহরে হামলা চালানো হয়। মিশরে সক্রিয় জঙ্গি গ্রুপ আনসার বেইত আল-মাকদিস ওই বোমা হামলার দায়িত্ব স্বীকার করে। তারা ২০১৩ সালে কায়রোতে স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার প্রচেষ্টা চালায়। এছাড়া তারা বিভিন্ন লোককে শিরশ্ছেদ করার ভিডিও প্রকাশ করে। এ গ্রুপটি ইসলামিক স্টেট (আইএস) পন্থী মনে করা হলেও তারা এখন পর্যন্ত প্রকাশ্যে এ জিহাদি গ্রুপকে সমর্থন করেনি।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, গাজা উপত্যকায় যাওয়ার মিশরের রাফাহ ক্রসিং বন্ধ করে দেয়া হয়েছে। বিগত কয়েক দশকের মধ্যে মিশরের সামরিক বাহিনীর ক্ষেত্রে এটি ছিল বড় ধরণের প্রাণহানির ঘটনা। এ ঘটনার পর থেকেই সিনাইয়ের উত্তরাঞ্চলে জিহাদিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হচ্ছে।
২০১১ সালে প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই এলাকার আইন শৃংখলা পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটে। গত বছর রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানে কট্টরপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতা হারানোর পর জঙ্গিরা তাদের হামলা আরো জোরদার করে। শুক্রবারের এ হামলা ছিল সিনাইয়ে কয়েকমাস ধরে চালানো ভয়াবহ হামলাগুলোর অন্যতম। সেনা চেকপোস্টে চালানো এ হামলার দায়িত্ব এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। ভয়াবহ ওই হামলায় ২৮ সৈন্য নিহত হয়।
গোলযোগপূর্ণ সিনাই উপদ্বীপের উত্তরাঞ্চলের প্রধান শহর আল আরিশের কাছে এ হামলায় কমপক্ষে আরো ২৮ জন আহত হয়। ওই শহরের আরেকটি চেকপোস্টে পৃথক হামলায় আরো তিন সৈন্য নিহত হয়। প্রেসিডেন্টের এক বিবৃতিতে ওই হামলার ঘটনায় সিনাই উপদ্বীপের উত্তর ও মধ্যাঞ্চলে জরুরী অবস্থা ঘোষণা করা হয়। শনিবার গ্রিনিচ মান সময় ০৩০০টা থেকে এটি কার্যকর করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, সেনা ও পুলিশ বাহিনী সন্ত্রাস মোকাবেলায় এবং জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সিনাইয়ের উত্তরাঞ্চলে ব্যাপক অভিযান চালাচ্ছে। অভিযানে জিহাদি গ্রুপের সন্দেহভাজন অনেক সদস্য নিহত এবং আরো অনেককে আটক করা হয়।

Spread the love