বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মিশরে নির্বাচনী প্রচারণা শুরু

04 Egypt electionমিশরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা শনিবার শুরু হয়েছে। আগামী ২৬ ও ২৭ মে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

গত বছর জুলাইয়ে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর অনুষ্ঠেয় এ ভোটগ্রহণকে নির্বাচিত সরকারের পুনর্বহাল হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে নির্বাচনে সাবেক সেনা প্রধান আবদেল ফাত্তাহ আল সিসি জয়লাভ করবেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হামদিন সাববাহি ২০১২ সালের নির্বাচনে তৃতীয় হয়েছিলেন।

সাববাহি বলেন, তিনি ২০১১ সালে লৌহমানব হোসনি মোবারকের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভের আদর্শের প্রতিনিধিত্ব করছেন।

কিন্তু ওই ঘটনার তিন বছরেরও বেশি সময় পর অধিকাংশ ভোটার সিসির মতো লৌহমানবকেই স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য যোগ্য হিসেবে বিবেচনা করছে।

এদিকে মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকেই দেশটিতে জঙ্গি হামলা বেড়ে গেছে। আশংকা করা হচ্ছে সিসি বিজয়ী হলে মুরসির ব্রাদারহুড ও জঙ্গিরা বিক্ষোভ এবং হামলা জোরদার করবে। যদিও সরকারও তাদের বিরুদ্ধে দমনপীড়ন অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে।

দেশটিতে রাস্তায় সহিংসতায় অন্তত ১৪শ’ লোক নিহত হয়েছে যাদের অধিকাংশই ইসলামপন্থী। এর মধ্যে কেবল ১৪ আগস্ট মারা গেছে কয়েকশ লোক। এছাড়া হাজার হাজার লোককে কারাদন্ড দেয়া হয়েছে এবং অনেকের বিচার চলছ