বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মিয়ানমারের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Pm-Mমিয়ানমারের

সফরে প্রধানমন্ত্রী

শেখ হাসিনা।

প্রেসিডেন্ট প্রাসাদে

দেশটির রাষ্ট্রপতি থেইন

সিয়েনের সাথে বৈঠক করেছেন তিনি। আজ

সোমবার বিকেলে এ বৈঠক করেন। এ সময় তারা

দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভন্ন বিষয়ে আলোচনা

করেন। পরে প্রধানমন্ত্রী মিয়ানমারের বিরোধী

দলের নেতা এবং আইনের শাসন ও শান্তিরক্ষা

সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারপারসন অং সান

সুকির সাথেও তার পার্লামেন্ট অফিসে সাক্ষাৎ

করেন।

এর আগে প্রধানমন্ত্রী পার্লামেন্ট ভবনে পৌঁছালে

ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির সভাপতি ও

শান্তিতে নোবেল বিজয়ী সুকি তাকে অভ্যর্থনা

জানান। প্রধানমন্ত্রী মিয়ানমার পার্লামেন্টের

স্পিকার শুয়ে মানের সাথেও সাক্ষাৎ করেন।

শেখ হাসিনা ৩য় বিমসটেক সম্মেলনে

যোগদানের উদ্দেশে দুদিনের রাষ্ট্রীয় সফরে

বর্তমানে মিয়ানমারের রাজধানী নে পি ত’য়ে

রয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী মিয়ানমারের

স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে নে পি ত

আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছলে তাঁকে লাল

গালিচা সম্বর্ধনা দেয়া হয়।

দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ৭টি দেশের

এ শীর্ষ সম্মেলন আগামীকাল নে পি ত’য়ের

মিয়ানমার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত

হবে। বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ

ফর মাল্টিসেকটরাল টেকনিক্যাল অ্যান্ড

ইকনোমিক কো-অপারেশন) গ্রুপের দেশগুলো

হচ্ছে- বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার,

নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ড।

Spread the love