বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মীরপুরের কালশী বিহারী ক্যাম্পে অগ্নিসংযোগ করে মানুষ হত্যার প্রতিবাদে দিনাজপুরে জাগপার মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি : ঢাকার মীরপুরের কালসি বিহারী ক্যাম্পে আওয়ামী দূর্বৃত্তদের হামলা ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার প্রতিবাদে গতকাল রোববার দিনাজপুরে মানববন্ধন পালিত হয়েছে। দিনাজপুর জেলা জাগপার আয়োজনে শহরের বাহাদুর বাজার মোড়ে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৯ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান। মানববন্ধন চলাকালে শফিউল আলম প্রধান বলেন, আওয়ামী সন্ত্রাসীদের হাতেই মীরপুরের কালশী বিহারী ক্যাম্পে ১২ জনের মর্মামিত্মক মৃত্যু হয়েছে। এ খুনের দায় সরকারকে নিতে হবে। এর দায়ে হাসিনাকে অবশ্যই একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। কৃতদাস সরকার যাই ভাবুক না কেন জালিম শাহীর দিন ফুরিয়ে আসছে। খুন, গুম, অপহরণ, জেল-ফাঁসি দিয়ে স্বাধীনতাকামী জনগণকে দাবিয়ে রাখা যাবে না।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাগপা সভাপতি আলহাজ্ব রকিব উদ্দীন চৌধুরী মুন্না, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান খোকন, যুগ্ম সম্পাদক ইশতিয়াকুল আলম, যুব জাগপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শেখ ফরিদ উদ্দীন, জেলা যুব জাগপার সভাপতি সৈয়দ ইমরম্নল কায়েস রূপম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী বুলেট, সাংগঠনিক সম্পাদক রইসুল ইসলাম রাসেল, জেলা জাগপা নেতা রেজাউল ইসলাম রেজা, জাগপা নেতা হোসেন আলী, মাজেদুর রহমান, মহিলা জাগপা নেত্রী শাহিনুর বেগমসহ অন্যান্য নেতাকর্মী।