দিনাজপুর প্রতিনিধি: বিরল যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামীলগগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রউফ চৌধুরীর বোচাগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত শেষে মুনাজাত ও পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বিরল উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোঃ মোছাদ্দেক হোসেন, বোচাগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি মোঃ আকতারুজ্জামান চৌধুরী সজিব, যুগ্ন-সম্পাদক মোঃ সাজু, বিরল সদর ইউপি যুবলীগ সভাপতি রাইসুল ইসলাম, ধর্মপুর ইউপি যুবলীগ সভাপতি রতন চন্দ্র সরকার, রাণীপুকুর ইউপি যুবলীগ সম্পাদক বিপুল চন্দ্র, যুবনেতা অখিল চন্দ্র রায় অণু, রেজাউল ইসলাম, দিলিপ চন্দ্র, জীবিত চন্দ্র, জয়দেব বর্মন, সোহেল রানা, মোঃ রাসেল প্রমূখ।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রউফ চৌধুরীর কবরে বিরলের নবনির্বাচিত যুবলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলী
Please follow and like us: