বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা ও আদিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাকাব চেয়ারম্যান ড. এম. শাহ্ নওয়াজ

দিনাজপুর প্রতিনিধি : রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলী বলেছেন মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল বলেই আজ এদেশ স্বাধীন হয়েছে এবং আমি রাকাবের চেয়ারম্যান হতে পেরেছি। মুক্তিযোদ্ধারা বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের যুদ্ধ ’৭১ সালে শুরু করেছিল সে যুদ্ধ এখনও শেষ হয়নি। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে আবারও যুদ্ধ করতে হবে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করতে শুরু করেছে। তাই মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হয়ে এদেশের উন্নয়নে অংশীদার হতে হবে।

গতকাল শনিবার শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) দিনাজপুর জোন (উত্তর ও দক্ষিণ) আয়োজিত মুক্তিযোদ্ধা ও আদিবাসী দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। রাকাব দিনাজপুর (উত্তর) জোনাল ব্যবস্থাপক মোঃ তারিকুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কার্যালয়, রংপুর এর মহা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, রাকাব বঙ্গবন্ধু পরিষদের বিভাগীয় সভাপতি ইঞ্জিঃ আবুল হোসেন, পার্বতীপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আমীন সরকার, বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ ছফর আলী, জোনাল ব্যবস্থাপক (দক্ষিণ) বীরেন্দ্র নাথ রায়। মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ দবিরুল ইসলাম ও আদিবাসীদের পক্ষে বিপ­ব হুনজার বক্তব্য রাখেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রাকাব মাঝিপাড়া শাখা অফিসার আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় মুক্তিযোদ্ধা ও আদিবাসী জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।

 

Spread the love