
প্রেস বিজ্ঞপ্তি : এম আহমদ আলী জাফর ফরাজী একজন মুক্তিযোদ্ধা। ৭১ এর পরাজিক পাকিস্তান বাইসাইকেলে হজ্বে যেতে ভিসা দেয়নি তাকে। এর আগে তিনি আবেদন করলে ভারত ও ইরান তাকে ভিসা দেয়। কিন্তু মুক্তিযোদ্ধা পরিচিতি তার আবেদন পত্রে লেখা থাকায় পাকিস্তান দূরাবাস তাকে ভিসা দেয়নি বলে তিনি অভিযোগ করেন। এর প্রতিবাদে তিনি ৬৪ জেলায় মানববন্ধনের অংশ হিসেবে দিনাজপুরে ৪৬তম মানববন্ধনে এসেছেন গতকায় সন্ধ্যায়। মাদারীপুর জেলার কালকিনী উপজেলা পূর্ব কমলপুর গ্রামের মৃত আলম ফরাজীর পুত্র জাফর ফরাজীর ৫ সন্তান। ৩ পুত্র, ২ কন্যা। ও ১ পুত্র সংসারী। ২ পুত্র গার্মেন্ট শ্রমিক। এই মুক্তিযোদ্ধা ভিটে মাটি সব হারিয়ে এখন নি:স্ব। তার ইচ্চা জীবনের বাকী দিনগুলি বাই সাইকেলে বিশ্ব ভ্রমণ করে কাটানোর। ১৯৭১ সালে ৪ নং সেক্টরে যুদ্ধ করেছেন ফরাজী। কিন্তু ৪৪ বছর বছর পরও সেই আক্রোশ কমেনি পাকিস্তানের। গত ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারী তেকে তিনি বাই সাইকেলে বিশ্ব শ্রমণ শুরু করেন। তিনি ঘুরতে ঘুরতে যদি পথে কোথাও মারা যান সে জন্যে কাফনের কাপড়ও তার সাথে রেখেছেন। তার ক্ষোভ পাকিস্তান দূতাবাসের পরও। ষাটোর্ধ্ব মুক্তিযোদ্ধা জাফরের ইচ্ছে বাই সাইকেলে করে যৌদি আরব গিয়ে হজ্ব করার। পরে জীবনের বাকি দিনগুলিও বাইসাইকেলের বিশ্ব ভ্রমণ করে কাটাবেন। ইতিমধ্যে ভারত ও ইরান তাকে ভিসাও দেয়। এসব দেশ ভ্রমণের সাথে পাকিস্তানের যাবার জন্য আবেদন করেন তিনি। কিন্তু আবেদনপত্রে ‘মুক্তিযোদ্ধা’ লেখা থাকায় পাকিস্তান যাওয়ার অনুমতি পাননি তিনি। পাকিস্তানি দুতাবাস তার আবেদন প্রত্যাখ্যান করেছে। এ ঘটনার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে সচেতনতা বৃদিধতে দেশের ৬৪টি জেলায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন বলে জানিয়েছেন। আজ মঙ্গলবার তিনি মৌলভীবাজার জেলা প্রেসক্লাবে মানববন্ধন করবেন। এভাবে তিনি সারাদেশে মানববন্ধন করে বিশ্ববাসীকে জানাতে চান- একজন মুক্তিযোদ্ধা হওয়ার কারণে পাকিস্তান তাকে ভিসা না দেয়ার কথা।