দিনাজপুর প্রতিনিধি : রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলী বলেছেন মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন না করলে রাকাবের জন্ম হতো না এবং আমি চেয়ারম্যান হতে পারতাম না। জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ভাইরা। তারা যুদ্ধ করেছিল বলে এ দেশ স্বাধীন হয়েছে এবং আমরা একটা নিজস্ব পতাকা পেয়েছি। শেখ হাসিনার শ্রেষ্ঠ নেতৃত্বে আজ মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হচ্ছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পূর্বের চেয়ে এখন অনেক ভাল অবস্থায় গ্রাহকদের সেবা করে যাচ্ছে।
গতকাল শনিবার এফপিএবি মিলনায়তনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দিনাজপুর উত্তর ও দক্ষিণ জোন আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিযোদ্ধা, পঙ্গু ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক মোঃ মাহবুবুবল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিট কমান্ড’র কমান্ডার মোঃ সিদ্দিক গজনবী। শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তর জোনাল ব্যবস্থাপক মোঃ মতি-উর-রহমান ও দক্ষিণের জোনাল ব্যবস্থাপক বীরেন্দ্র নাথ রায়। মুক্তিযোদ্ধাদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন এম.কে ইলিয়াস, মোঃ হবিবর রহমান, মোঃ রোস্তম আলী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রাকাব মাঝিপাড়া শাখার অফিসার আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ রাকাব উত্তর ও দক্ষিণ জোনের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।