
বহুল আলোচিত রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায়ে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ ৮ জনের ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন ৯ জন আসামীর উপস্থিতিতে আজ সোমবার এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। ২০০১ সালের ১৪ এপ্রিল পয়লা বৈশাখে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) জঙ্গিদের বোমা হামলায় ১০ জন নিহত হন ও অনেকে আহত হন। এ হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় তাদেরকে এ সাজা দেয়া হয়। রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, মুফতি আব্দুল হান্নান, মওলানা আকবর হোসেন, মুফতি আব্দুল হাই, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, মুফতি শফিকুর রহমান, মাওলানা আরিফ হাসান সুমন ও মওলানা মো. তাজউদ্দিন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, হাফেজ মওলানা আবু তাহের, মওলানা সাব্বির ওরফে আব্দুল হান্নান সাব্বির, হাফেজ মওলানা ইয়াহিয়া, মওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মওলানা আব্দুর রউফ ও শাহাদত উল্লাহ ওরফে জুয়েল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এ মামলা কোন রাজনৈতিক মামলা নয়। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এবং সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করতে পরিকল্পিত এ হামলা চালানো হয়। এ ঘটনায় যারা নিহত হয়েছেন তারা কেউ রাজনৈতিক কর্মী নন। নিহতরা সকলে সাধারণ জনগণ। ছায়ানটও কোন রাজনৈতিক সংগঠন নয়। মহানগর পিপি আব্দুল্লাহ আবু এ রায়ে সন্টুষ্টি প্রকাশ করে বলেন, এ রায় যুগান্তকারী ও আইনের শাসনের জন্য মাইলফলক। অন্যদিকে আসামিপক্ষ এ রায়ে সংক্ষুদ্ধ। তারা এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানান।
গত ১৬ জুন এ মামলার রায় ঘোষণার তারিখ ধার্য ছিল। রায় লেখা প্রস্তুত না হওয়ায় রায় ঘোষণা পিছিয়ে আজ ২৩ জুন তারিখ ধার্য করা হয়েছিল। ঘটনার দীর্ঘ ১৩ বছর পর নির্মম বর্বরোচিত চাঞ্চল্যকর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলার রায় আজ ঘোষণা করা হল। এ মামলার আটক নয় আসামিকে কারাগার থেকে বিচারিক আদালতে আনা হয়। মাওলানা আকবর হোসেন, মুফতি আব্দুল হান্নান, আরিফ হোসেন সুমন, শাহাদাত উল্লাহ জুয়েল, মাওলানা সাব্বির, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা আব্দুর রউফ, মাওলানা ইয়াহিয়া ও মাওলানা আবু তাহের এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
এছাড়া মামলার অপর ৫ আসামি হাফেজ মাওলানা তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম, মো. আ. হাই, মুফতি শফিকুর রহমান ও মাওলানা আবু বকর পলাতক রয়েছেন। মামলায় মোট আসামি ১৪ জন। গত ২৮ মে মামলার অধিকতর যুক্তিতর্ক শেষে রায়ের জন্য দিন ধার্য করে দেয় আদালত। গত বছরের ২৩ অক্টোবর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটির ৮৪ সাক্ষীর মধ্যে ৬১জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
২০০৮ সালের ২৯ নভেম্বর হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে সিআইডির পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০০১ সালের ১৪ এপ্রিল (১৪০৮ সালের ১ বৈশাখ) ছায়ানটের বর্ষবরণ উৎসবে বোমা হামলা চালানো হয়। এ
হামলায় ১০ জন নির্মমভাবে নিহত হন। আহত হন আরো অনেকে। বোমা হামলার ঘটনায় ওই দিনই বাবুপুরা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র বাদি হয়ে রমনা থানায় মামলা দায়ের করেন। ২০০৯ সালের ১৬ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ রায় ঘোষণা করা হলো।