
বীরগঞ্জ সংবাদ দাতা: মুসলিম এইড বাংলাদেশ জরুরী ভিত্তিতে শীতার্ত জনগোষ্টীকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ শাখা ম্যনেজার জনাব মো: আবুল হোসাইন এর পরিচালনা হাজী মো: ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব মো: আমিনুল ইসলাম সাবেক এম পি ।
প্রধান অতিথি বলেন যে, মুসলিম এইড বাংলাদেশ ১৯৯১ সালে চট্টগ্রামে ঘুর্নিঝরে জরুরী ভিত্তিতে ত্রাণ বিতরনের মাধ্যমে যাত্রা শুরু করে এবং ২০১২ সালের ১লা আগষ্ট বীর গঞ্জ শাখার কার্যক্রম শুরু করে বরাবরের ন্যায় সেবামূলক কাজ করে যাচ্ছে । মুসলিম এইড বাংলাদেশ একটি আন্তর্জাতিক সেবামূলক সংস্থা বিশ্বের ৭২ টি দেশে কাজ করছে যেমন শীত বস্ত্র,ত্রাণ, স্বাস্থ স্যনিটেশন সেবা শিউপানুষ্টানিক কারিগরি শিা ,এয়াতিম পালন আইলা সিডরে খাদ্য সামগ্রী গৃহনির্মান সুদ মুক্ত ঋণ ১৯,৪০০,০০০/ টাকা প্রায় ১১০০ হৃত দরিদ্র পরিবারদের মাঝে ঋণ বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে ।
শাখা ম্যনেজার জনাব মো: আবুলহোসাইন এর পরিচালনা পৌর সভা মেয়র জনাব মোহাম্মদ হানিফ সাহেবের মাধ্যমে ডিপ টিউবয়েল বিতরণ ভেগনগর,সুজালপুর, নিজপাড়া ৩টি ইউনিয়নে ১০ি গভীর নলকূপ স্থাপন করা হয়