মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মুসলিম রাষ্ট্র ধ্বংস করতে তারা ষড়যন্ত্র করছে

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল হানিফ বলেছেন, আইএস মানুষ হত্যা করে ইসলাম কায়েম করতে চায়। আজ আমাদের ঈমানি দায়িত্ব এসেছে এই ষড়যন্ত্র প্রতিহত করা। আইএস প্রথমে ইরাক ও সিরিয়ার মুসলমানদের ধ্বংস করেছে। এখন বাংলাদেশসহ অন্যান্য মুসলিম রাষ্ট্র ধ্বংস করতে তারা ষড়যন্ত্র করছে।

শনিবার দুপুরে ঝিনাইদহ শিল্পকলা একাডেমি মিলনায়তে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক’ এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, আইএস-এর পেছনে কারা ? পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ হত্যার পর আইএস-এর পক্ষে দায় স্বীকার করে সাইট ইন্টিলিজেন্ট। গুলশানে হলি আর্টিজানে নৃশংস, নিষ্ঠুর ও বর্বর হামলার পর আইএস দায় স্বীকার করল। ঝিনাইদহে পুরোহিত ও সেবায়েত হত্যার পরও দায় স্বীকার করা হলো। এখন প্রশ্ন এই সাইট ইন্টিলিজেন্ট চালায় কে?

তিনি বলেন, একজন ইহুদি নারী যিনি ইসলাম ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত সেই রিটা কাটস আইএস-এর হয়ে দায় স্বীকর করেন।

তিনি বলেন, রিটার বাবা ও মা ইহুদি। তারা বসবাস করতেন ইরাকে। রিটার বয়স যখন ৬ বছর তখন তার বাবা ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে ধরা পড়েন এবং রিটার বাবার মৃত্যুদন্ড হয়। এ ঘটনার পর ইরাক ছেড়ে তারা চলে যান ইসরাইলে।

ইসরাইলে বড় হয়ে মোসাদের চাকরি নেন রিটা। এরপর ইসলাম বিশ্বকে ধ্বংস করতে রিটাকে আমেরিকার গোয়েন্দা সংস্থায় চাকরি দেওয়া হয়।

তিনি বলেন, এই রিটাই হচ্ছে এসবের মূল কারিগর। ইহুদি-নাসারা হচ্ছে মুসলমানদের শত্রু। আজ ৪০ বছর ধরে ফিলিস্তিনের মানুষের ওপর ইহুদিরা অত্যাচার করছে। তারা আমাদের বন্ধু হতে পারে না।

তিনি বলেন, ইহুদিরা যতই চক্রান্ত করুক না কেন পৃথিবী থেকে তারা ইসলামকে ধ্বংস করতে পারবে না। আজ সময় এসেছে পবিত্র ইসলাম ও মুসলমানদের রক্ষা করার।

ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঝিনাইদহ ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক সুলতান আহম্মেদ। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আব্দুল হাই, সংসদ সদস্য তাহজীব সিদ্দিকী সমি, সংসদ সদস্য নবী নেওয়াজ, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, জেলা পরিষদের প্রশাসক আব্দুল ওয়াহেদ জোয়ারদার, পুলিশ সুপার আলতাফ হোসেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।