
চলতি বছরের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা হওয়ার ২দিনের মাথায় আজ রবিবার ফল প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক দ্বীন মোহাম্মদ নুরুল হক রবিবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। এ বছর সারাদেশে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট ১০ হাজার ২২৭টি আসনের বিপরীতে এ বছর ভর্তি পরীক্ষার ফরম তোলেন ৬৯ হাজার ৪৭৭ জন শিক্ষার্থী। বর্তমানে দেশের ২৯টি সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ১৬২ জন, ৫৬টি বেসরকারি মেডিক্যালে ৫ হাজার ৩২৫ জন, ৯টি সরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ৫৩২ জন এবং ২৩টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে এক হাজার ২৮০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য ৬৯ হাজার ৪৭৭ জন শিক্ষার্থী ফরম তুললেও শেষ পর্যন্ত ২ হাজার ৪৯০ জন অনুপস্থিত থাকেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১১ হাজার ৪৪৬ জন ছাত্র ও ১১ হাজার ৩১৩ জন ছাত্রী। অধিদপ্তরের ওয়েবসাইটে www.dghs.gov.bd ফলাফল পাওয়া যাবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
গত শুক্রবার সারা দেশে ২৩টি পরীক্ষাকেন্দ্রে ১ ঘণ্টার এ পরীক্ষা হয়। এবার ভর্তি পরীক্ষায় পাস করতে হলে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে পরীক্ষার্থীদের। আগে পাস নম্বর ছিলো ২০। বর্তমান পদ্ধতি অনুযায়ী এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকলে ভর্তির আবেদন করা যায়। এরপর পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পান।