
দিনাজপুর প্রতিনিধি : মেয়েদের বিয়ের বয়স নুন্যতম ১৮ বছর রাখার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।
২৯ সেপ্টেম্বর সোমাবর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রেরিত বাংলাদেশ মহিল পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান ও সাধারণ সম্পাদক মারুফা বেগম স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয় বাংলাদেশ মহিলা পরিষদের সদস্যরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, বর্তমান সরকার মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর থেকে কমিয়ে ১৬ বছর করার কথা ভাবছে।
অত্যমত্ম দু:খের বিষয়, বর্তমানে দক্ষিণ এশিয়ার দেশ গুলোর মধ্যে কিশোরী নির্যাতন ও বাল্য বিয়ের শীর্ষে বাংলাদেশের অবস্থান। আত্মহত্যায় বাংলাদেশের অবস্থান দশম। সিডো সনদে স্বাক্ষরের ৩০ বছর পরেও দেশের প্রায় ৬০ শতাংশ নারী জীবনে কোনো না কোনো সময়ে স্বামী বা পরিবারের সদস্যদের হাতে নির্যাতিত হয়। এসিড সন্ত্রাস ও ধর্ষনের শিকার হয় প্রচুর মেয়ে। তাছাড়া রাষ্ট্রের দ্বারাই নির্যাতনের শিকার হয় এদেশের নারীরা কিন্তু রাষ্ট্র কোনো ব্যবস্থা নেয় না।
দেশের এ পরিস্থিতিতে ’বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৪’- এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এর সাথে বিয়ের বয়স কমানো যায় কিনা তা পর্যালোচনা করার জন্য আইনমন্ত্রনালয় সহ সংশিস্নষ্ট ব্যক্তিদের নির্দেশ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী স্বয়ং যুক্তরাজ্যের উদাহরন দিয়েছে বলে পত্রিকায় এসেছে। এই তুলনাটি নারী নেতৃবৃন্দকে ভাবিয়ে তুলেছে। কেননা যুক্তরাজ্যের মত উন্নত দেশ এবং বাংলাদেশের মত একটি অনগ্রসর দেশের প্রেক্ষাপট সর্ম্পূন ভিন্ন। চিকিৎসা বিজ্ঞান বলে মেয়েদের ২০ বছর বয়সের আগে গর্ভধারন স্বাস্থ্য সম্মত নয়। জাতিসংঘ ১৮ বছর বয়স পর্যমত্ম শিশুদের বয়সসীমা নির্ধারন করেছে। এখনও বাংলাদেশের অধিকাংশ মেয়েরা বাল্য বিয়ের শিকার। এ বয়স কমানো হলে শিশু ও কিশোরী মেয়েদের বিয়ে ও নির্যাতনের মাত্রা বাড়বে। যা বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে বিরাট বাঁধা হয়ে দাঁড়াবে বলে মহিলা পরিষদ মনে করে। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ স্বাক্ষরের ৩০ বছর পর যখন সনদের ২ ও ১৬-১(গ) ধারার পূর্নাঙ্গ অনুমোদন অপরিহার্য হয়ে পড়েছে তখন নারীর জীবনমান উন্নয়নকে বাধাগ্রস্থ করার এই সিদ্ধান্ত বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা আইন মন্ত্রী মহোদয়কে বিবেচনার দাবি জানাচ্ছে।
জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কালে অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি রাজিয়া সরকার, সহ সাধারণ সম্পাদক মনোয়ারা সানু, সাংগঠনিক সম্পাদক রুবিনা আক্তার, সদস্য আজাতি হাই, আকতার কহিনুর ইসলাম, সম্পাদক সুমিত্রা বেসরা, নুরুন্নাহার প্রমুখ।