
দিনাজপুর প্রতিনিধি : কর্মের নিরাপদ পরিবেশ ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা, সাগর-রুনী সহ সকল সাংবাদিক হত্যার বিচার এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবী জানিয়ে দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন বৃহস্পতিবার মহান মে দিবস পালন করেছে। এ উপলক্ষে দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আজহারুল আজাদ জুয়েল ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফুলালের নেতৃত্বে সকালে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী দিনাজপুর প্রেসক্লাব কমপ্লেক্সে থেকে বের হয়ে মডার্ণ মোড় দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাব কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ঐক্যহীনতার কারণে সাংবাদিকগণ পেশাগত ও মর্যাদাগতভাবে প্রচন্ড ক্ষতির শিকার হচ্ছে। সাংবাদিক বিভক্তি সমাজ বিরোধী লোকদের সুবিধা করে দিচ্ছে।
দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজহারুল আজাদ জুয়েলের সভাপতিত্বে সভায় আলোচনা করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহাসচিব কামরুল হুদা হেলাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য রতন সিং, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি স্বরুপ কুমার বক্সী বাচ্চু, প্রাক্তন আহবায়ক আনিস হোসেন দুলাল, সাবেক সাধারণ সম্পাদক একরাম হোসেন তালুকদার, বর্তমান সহ-সভাপতি কাশি কুমার দাস, দৈনিক জনমতের লতিফুর রহমান, আজকের দেশবার্তার রফিক প্লাবন প্রমুখ।
আলোচকগণ তাদের বক্তব্যে সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার ঘটনা এবংদেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন সাংবাদিককে হত্যার ঘটনা ঘটেছে। এইসব ঘটনার সাথে জড়িতদের গেফতার ও বিচার করা হয় নাই। ফলে এই পেশা এখন ঝুঁকিপুর্ণ হয়ে উঠেছে।
আলোচনা সভা শেষে পরে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানগুলোতে অন্যান্য সাংবাদিকদের মধ্যে অংশগ্রহণ করেন আমিনুল হক পুতুল, বেলালউদ্দীন শিকদার রুবেল, শামীম রেজা, মোফাচ্ছিরুল রাশেদ, তনুজা শারমীন, রিয়াজুল ইসলাম, জিন্নাত হোসেন, রোস্তম আলী মন্ডল, মুকুল চ্যাটার্জী, ইফতেখার আহমেদ পান্না, সন্তোষ গুপ্ত, অরুণ কুমার সরকার, গৌরি শংকর রায়, শীষ নবী মন্ডল, লাভলী আজাদ লিজা, মোফাচ্ছিলুল মাজেদ, সাহেব আলী, শাহরিয়ার হিরু, মাসুদ রেজা হাই, আব্দুর রাজ্জাক, বাসুদেব চন্দ্রশীল প্রমুখ।