মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কারচুপির অভিযাগ বিক্ষোভ করেছে শ্রমিকরা। সোমবার দুপুর হতে দিনাজপুর থেকে সকল রুটে যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুদ্ধ শ্রমিকরা। তবে স্থানীয় পুলিশ প্রশাসনে আশ্বাসের প্রেক্ষিতে সীমিত যানবাহন চলাচল শুরু করেছে।
বিক্ষুদ্ধ শ্রমিকরা জানায়, পুণঃনির্বাচনের সিদ্ধান্ত না হলে দিনাজপুর জেলায় কোন যানবাহন চলাচল করতে দেয়া হবে না। নির্বাচনে পরাজিত কয়েকজন শ্রমিক নেতাসহ সাধারন শ্রমিকরা জানায়, গত ২৭ সেপ্টেম্বর দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১টি পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে ভোটারের চেয়ে ব্যালটপেপারে বেশি ভোট পড়ে। এতে সাধারন শ্রমিক বিক্ষুব্ধ হয়ে নির্বাচনে কারচুপির অভিযোগে সোমবার বেলা ১টা থেকে জেলার সকল রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। যতক্ষণ পর্যন্ত এই নির্বাচনের ব্যাপারে সিদ্ধামত্ম না হবে ততক্ষণ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখা হবে বলে শ্রমিকরা জানায়।
নির্বাচনে পরাজিত শ্রমিক নেতা আজাদ জানান, গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। নির্বাচনের জন্য গঠিত নির্বাচনী বোর্ড কারচুপির মাধ্যমে তাদের পছন্দনীয় প্রার্থীদের জেতানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাই আমরা কারচুপর নির্বাচন বাতিল করে নতুন করে ভোট গ্রহনের দাবী জানিয়েছি নির্বাচনী বোর্ডের নিকট।
এদিকে বিক্ষুদ্ধ শ্রমিকদের দাবীর প্রেক্ষিতে কতৃর্পক্ষ জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনের সামগ্রী রাখা কক্ষটি সিল গালা করে দিয়েছে। এর সুষ্ঠু সমাধান না পর্যন্ত ওই কক্ষটি খোলা হবে না।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) হিফজুল আলম মুন্সি জানান, নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে এই ধর্মঘট পালন করছে শ্রমিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসন ও শ্রমিক নেতাদের সাথে আলোচনার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি, মোবাইলঃ ০১৭১৮৪০৯২৯২, তারিখঃ ২৯-০৯-২০১৪।