মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মোদির বিরুদ্ধে প্রার্থী হবেন কেজরিওয়াল

Modi-kejrewalইন্টারন্যাশনাল ডেস্ক: বারানসির মানুষ চাইলে ভারতীয় জনতা দলের (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন আম আদমি পাটির্র প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার ট্রেনে করে উত্তর প্রদেশের বারানসি পৌঁছে স্বয়ং কেজরিওয়াল এ ঘোষণা দিয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে। ভারতীয় লোকসভার উত্তর প্রদেশীয় বারানসি আসনের জন্য প্রার্থী হয়েছেন বিজেপি’র প্রধানমন্ত্রী প্রার্থী মোদি। এ প্রসঙ্গে এনডিটিভিকে কেজরিওয়াল বলেন, এটা শুধু মোদিকে চ্যালেঞ্জ করা নয়। দেশে দুটি প্রধান রাজনৈতিক দল আছে যারা এনডিএ জোট ও ইউপিএ জোটের নেতৃত্ব দেয়। জোট দুটির একটির নেতা মোদি ও অপরটির নেতা রাহুল (গান্ধি)। দেশের মানুষ ব্যক্তির জন্য ভোট দেয়া না, তারা ক্রমাগত ক্ষিপ্ত হয়ে ব্যক্তির বিরুদ্ধে ভোট দিচ্ছে। তারা কখনও এনডিএ’র পতন ঘটায়, কখনো ইউপিএ’র। আমি বলতে চাই, আসুন এ নির্বাচনে আমরা উভয় দলেরই পতন ঘটাই।

 

আসন্ন লোকসভা নির্বাচনে বারানসি আসনে মোদিকে দাঁড় করিয়ে ভারতের সর্ববৃহৎ রাজ্যের ভোটারদের সমর্থন টানতে চায় বিজেপি। এর আগে কখনোই জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করা মোদি দ্বিতীয় আরেকটি আসন থেকেও প্রার্থী হয়েছেন আর সেটি তার নিজ রাজ্য গুজরাটের ভাদোদারা আসনে। বিজেপি বারানসি থেকে মোদির প্রার্থিতা ঘোষণার পরপরই এক সমাবেশে কেজরিওয়াল বলেছিলেন, আমি বারানসি যাচ্ছি। সেখানকার মানুষকে জিজ্ঞেস করবো তারা মোদির বিরুদ্ধে আমাকে প্রার্থী হিসেবে চায় কিনা। তারা হ্যাঁ বললেই আমি প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্ত্তত। মোদির মতো কেজরিওয়ালও এর আগে কখনো জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

Spread the love