ভারতীয় জনতা পাটির্র (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে তৃণমূল কংগ্রেস ‘গুজরাটের কসাই’ হিসেবে চিহ্নিত করার একদিন পর মোদিকে ‘দাঙ্গার রূপকার’ হিসেবে বর্ণনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃলমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবরঙ্গে মুখ্যমন্ত্রী এ মন্তব্য করেন বলে জানিয়েছে এনডিটিভি। ‘‘উন্নয়ন সম্পর্কে মোদির জ্ঞান’’ পশ্চিমবঙ্গের দরকার নেই বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন, ‘‘যদি সে (মোদি) ক্ষমতায় আসে, অন্ধকারে ডুবে যাবে ভারত।’’ হুগলির শ্রীরামপুরে রোববার বিজেপি’র এক নির্বাচনী সমাবেশ থেকে মোদি মমতাকে আক্রমণ করে যে সব কথা বলেছেন তাতে ক্ষিপ্ত হয়ে আছে তৃণমূল। পশ্চিমবঙ্গে মমতা সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন মোদি। বিতর্কিত উদ্যোক্তা সুদিপ্ত সেন, যিনি ক্ষুদ্র বিনিয়োগকারীদের লাখ লাখ রুপি আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন, মমতার নিজের অাঁকা একটি চিত্র ১ কোটি ৮৬ লাখ রুপিতে কিনেছেন বলে অভিযোগ করেন মোদি। মোদির এই বক্তব্যের পর ভারতীয় নির্বাচন কমিশন তার বক্তব্যের একটি নমুনা চেয়ে পাঠিয়েছে। তৃণমূল কংগ্রেস মমতার অাঁকা চিত্র সম্পর্কে মোদির ওই অভিযোগকে ‘ভুয়া’ আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে। এ ধরনের মন্তব্যের জন্য মোদিকে ক্ষমা চাইতে বলেছে দলটি। মোদির ওই সমালোচনার জবাবে, ২০০২ সালে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গায় মোদির হাত রঞ্জিত বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। সোমবার তৃণমূল কংগ্রেসের ডেরেক ও ব্রায়েন বলেছেন, ‘‘ ওই দাঙ্গা চলাকালে মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তবে মুখ্যমন্ত্রী হিসেবে মোদি ওই দাঙ্গায় ইন্ধন যুগিয়েছেন এমন কোনো প্রমাণ নেই বলে জানিয়েছে ভারতীয় সর্বোচ্চ আদালত।
-
-
পঞ্চগড় জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক এনামুল হক নির্বাচিত অক্টোবর ৬, ২০২২
-
বোদায় নৌকা ডুবে নিহত ৭ পরিবারকে উদীচীর আর্থিক সহায়তা প্রদান অক্টোবর ৬, ২০২২
-
বোদায় হারানো ফোন উদ্ধারে জনপ্রিয়তা বাড়ছে ’বিসিপিআরটিএ’ এর অক্টোবর ৬, ২০২২
-
বিয়ে-বাড়ির মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৫ অক্টোবর ৬, ২০২২
- শুক্র
- শনি
- রোব
- সোম
- মঙ্গল
- বুধ
- বৃহ