
মো. সিদ্দিক হোসেন: রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক মোঃ আলতাফ হোসেন বলেছেন মৌমাছি জাতীয় সম্পদ এর বংশ রক্ষায় সকলকে সচেতন হতে হবে। মৌচাষ একটি লাভ জনক ব্যবসা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষন লব্ধ জ্ঞানকে কাজে লাগাতে পারলে বেকারত্ব দূর করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখবে। একজন মৌচাষী আয় বৃদ্ধির পাশাপাশি ধর্মীয়ভাবে পূর্ণের কাজ করতে পারেন। দেশীওভাবে মৌচাষ করতে পারলে বৈদেশিক মূদ্রা অর্জন করা সম্ভব।
“আয় বেশী খরচ অল্প এরই নাম মধুর শিল্প”- এই শ্লোগানকে সামনের রেখে গতকাল সোমবার বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশন আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে মৌচাক উন্নয়ন প্রকল্পের আওতায় বাঁশেরহাট বিসিক প্রশিক্ষন রুমে ৭দিন ব্যাপী দক্ষতার মান উন্নয়ন প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। বিসিক দিনাজপুর এর উপ-মহাব্যবস্থপক আব্দুল মজিদের সভাপতিত্বে স্বগত বক্তব্য রাখেন বিসিক দিনাজপুরের সহকারী প্রকৌশলী ও কোর্স সমন্বয়কারী নিরেন্দ্র নাথ রায় চৌধুরী। মৌচাক প্রকল্প বিষয় আলোচনা ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিসিক সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রশিক্ষন মোঃ হাসিব-উদ-দৌলা সৈয়দী। অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর আলম।