রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মৌলবাদ জঙ্গীবাদ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার অঙ্গীকার জাসদের

কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দলজাসদ, দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা ৠালী সহকারে জেলা প্রশাসক চত্বরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্থম্ভে পুস্প স্তবক অর্পণ করে৷ অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জাসদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডঃ লিয়াকত আলী বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল জাতীয় ঐক্য, ন্যায় ও গণতন্ত্র৷ মুক্তি সংগ্রামের মর্মকথা ছিল অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সব ধরনের অন্যায় অবিচার ও বৈষম্য থেকে মানুষের মুক্তি৷ দেশে অগ্রগতি হলেও গণতন্ত্রের আশাসুরূপ বিকাশ ঘটেনি৷ তার মূল কারণ হলো মৌলবাদ, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক রাজনীতির চর্চা৷ এসব ধর্মীয় রাজনীতি নিষেধ করে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্বায়ন করতে হবে৷ আরো বক্তব্য রাখেন জাসদের শ্রমিক নেতা মোঃ শাহিদুল ইসলাম শহিদুললাহ৷