
জিন্নাত হোসেন : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, বিশ্বায়নের যুগে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের অমিত সম্ভবনাময় জলজসম্পদকে ব্যবহার করতে হবে, উৎকর্য আনতে হবে অভ্যন্তরিণ জলরাশি ব্যবহারে। শুধুমাত্র আমাদের মৎস্য সম্পদকে ব্যবহার করেই দেশের সমৃদ্ধি অর্জন করা সম্ভব। এ জন্য দরকার দূরদর্শী পরিকল্পনা, প্রয়োজন গণমানুষের অংশগ্রহণ ও পৃষ্ঠপোষকতা।
গতকাল দিনাজপুর সদর উপজেলা প্রশাসন চত্বরে মৎস অধিপ্তরের উদ্যোগে অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগনের দরিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহী নিশ্চিকরণ প্রকল্পের আওতায় জেলেদের মাঝে জাল বিতরণ এবং সদর উপজেলা মৎস ভবন কাম ট্রেনিং সেন্টার এর নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন। তিনি আরো বলেন, মৎস্য বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশাল সম্ভবনাময় এ খাদকে বিশেষ গুরত্ব দিয়েছে। দেশের আর্থ সামাজিক ও সামগ্রিক উন্নয়নের স্বার্থে লাগসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ খাতের প্রবৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি একান্ত প্রয়োজন। এ জন্য সরকারী উদ্যোগের পাশাপাশি বেসরকারী সংস্থা ও পেশাজীবীসহ সকল মহলে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিসহ সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরী। আর এ লক্ষকে সামনে রেখেই সর্বস্তরে গড়ে তুলতে হবে মৎস্যসম্পদ উৎপাদন ও সংরক্ষণে সামাজিক আন্দোলন।
সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা হাসান ফেরদৌস সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন ও শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য জরিপ কর্মকর্তা মোঃ ফয়জার রহমান, মৎস্য অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ইসলাম, সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আলম শহিদুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব, সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির প্রমুখ।