
আজ মঙ্গলবার পবিত্র আশুরা। যথাযথ মর্যাদায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মুসলমানরা এদিনটি পালন করেছেন। হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাতবরণ করেন মহানবী হযরত মুহম্মদ (সা.)র দৌহিত্র ইমাম হোসেন (আ.)। এ শোকাবহ ঘটনা স্মরণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মুসলমানগণও যথাযথ ধর্মীয় মার্যাদায় পবিত্র আশুরা পালন করেছেন।
এ উপলক্ষে ‘ইয়া হোসেন ইয়া হোসেন’ এ ধ্বনিতে সোমবার রাত ২টার দিকে হোসেনী দালান এলাকা থেকে আরবী লেখায় সজ্জিত বিভিন্ন রংয়ের পতাকা নিয়ে মিছিল বের করে শিয়া সম্প্রদায়। ঘোড়ার গাড়ী আর শিশু আসগরের প্রতীকী দোলনার মাধ্যমে স্মরণ করা হয় ৬১ হিজরির ফোরাত নদীর তীরের নির্মম হত্যাকাণ্ডের ঘটনা। তাজিয়া মিছিলটি বিভিন্ন গজল গেয়ে নিজাম উদ্দিন রোড দিয়ে লালবাগ হয়ে আবার হোসেনি দালানে ফিরে আসে। আশুরা উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডি, লালবাগ ও নিউমার্কেট এলাকায় বড় তাজিয়া মিছিলটি বের হয়।
এ বিষিয়ে মিছিলে অংশ নেয়া এক মুসল্লি বলেন, এ দিনটিতে আমাদের নবী দৌহিত্রদের হত্যা করা হয়েছিলো। তাই এটি আমাদের জন্য একাধারে শোকের ও একাধারে তাৎপর্যপূর্ণ একটি দিন। একই রাতে রাজধানীর পল্টন এলাকা থেকেও আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের লোকজন।
এ প্রসঙ্গে হোসেনীদালান দারুল কোরান ফাউন্ডেশনের কর্মকর্তা সৈয়দ বাকের রেজা জানান আশুরা উপলক্ষে রাজধানীতে তাদের তাজিয়া মিছিলের বিবরণ। তিনি আ জানান, বিকেলে আসরের নামাজের পর তাদের ফাতাশিকানী বা অনাহার ভাঙার কর্মসূচি ও মাগরিবের নামাজের পর ‘শামে গারিবান’ অনুষ্ঠানের মাধ্যমে তাদের ১০ দিনব্যাপী মহররমের শোক পালন সমাপ্তি হবে। ওদিকে ঢাকার বাইরে কারবালার ঘটনা স্মরণে হেফাজতে ইসলামের সদর দপ্তর চট্রগ্রামের হাটহাজারী প্রধান মসজিদে বিশেষ মাহফিল আনুষ্ঠানের কথা রেডিও তেহরানকে জানিয়েছেন মাওলানা অশরাফ আলী নিজামপুরী।
সোমবার রাউজান কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফে আশুরার তাৎপর্য শীর্ষক এক সেমিনার ও মিলাদ মাহফিলের অয়োজন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড.মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে সেমিনার ও মাহফিলে প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। এর আগে আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেগম রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা আশুরার শিক্ষায় মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।