
নিজস্ব সংবাদদাতা : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি প্রতারক চক্র অভিনব কৌশলে যাকাতের টাকা বিতরনের নাম করে দরিদ্র মানুষের সাড়ে ৪ লক্ষাধিক টাকা আত্মসাত করেছে। প্রতারিতরা টাকা ফেরত পেতে আদালতের আশ্রয় নিয়ে এখন উল্টো প্রান নাশের হুমকির কারনে পালিয়ে বেড়াচ্ছে।
বুধবার সকাল ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিতভাবে প্রতারিতদের একজন জারিনা বেগম এই অভিযোগ করেছেন।
জরিনা বেগম জানান, বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের চকবানারশি গ্রামের ইসমাইল হোসেন, আইনুল হক খোকন, আব্দুর রউফ ও আব্দুস ছামাদ ওই গ্রামের দরিদ্র মহিলাদের জানায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশে জাকাত ও ফিতরার টাকা নেয়ার লোক না থাকায় ওই টাকা বীরগঞ্জে বিতরনের দায়িত্ব তারা পেয়েছে।
একথা জানিয়ে টাকা গ্রহনে প্রত্যেকের কাছ থেকে ৭’শ টাকা করে নেয়া হয়। বিশ্বাসযোগ্য করতে প্রতারক আব্দুস ছামাদ তার বাড়িতে মহিলাদের এনে ছবিও তোলে। এভাবে ওই গ্রামসহ পাশের আরো কয়েকটি গ্রাম থেকে সাড়ে ৬’শ দরিদ্র মানুষের কাছ থেকে ৪ লাখ ৫৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। যাদের বেশীর ভাগই মহিলা।
প্রতারনার বিষয়টি জানতে পেরে প্রতারিতরা টাকা ফেরত চাইতে গেলে প্রতারক চক্রটি তাদের এখন প্রান নাশের হুমুক দিচ্ছে। ২০ অক্টোবর আদালতে মামলার পর আদালতের নির্দেশে বীরগঞ্জ থানা পুলিশ অভিযোগ আমলে নিয়ে তদন্ত করছে।
বীরগঞ্জ থানার ওসি শওকত হোসেন প্রতারনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।