মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

যাচ্ছে বিনামূল্যে টেলিভিশন

01. tv Nমোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চতুর্থ ছবি ‘টেলিভিশন’ বিনামূল্যে দেখার সুযোগ পাচ্ছে দর্শকরা। ইংরেজি সাবটাইটেলসহ ছবিটির আমত্মর্জাতিক সংস্করণ ছাড়া হয়েছে ইউটিউবে।

ফারম্নকী তার ফেসবুক পেজে লিখেছেন, বহির্বিশ্বের মানুষরা ‘টেলিভিশন’-এর যে সংস্করণ দেখেছে, বাংলাদেশি ভাইবোনেরা তা দেখে নিতে পারেন। এর সম্পাদনা ভিন্ন, গানও পুরোপুরি ভিন্ন। ইউটিউবে ছবিটি দেখা যাচ্ছে বিনামূল্যে। ছবিটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, কাজী শাহীর হুদা রম্নমী, শামীম শাহেদ, মুকিত মজুমদারসহ আরো অনেকে।