
গাইবান্ধা প্রতিনিধি: মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করতে অলাভজনক প্রতিষ্ঠান গ্রিণ বাংলাদেশ স্কুল স্কলারশিপ যাত্রার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন ঘোষণা করা করেছে।
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটের হিংগারপাড়া গার্লস স্কুল এ- কলেজ মাঠে শনিবার দুপুরে কার্যক্রমের উদ্ধোধন করে জেলা প্রশাসক আবদুস সামাদ।
হিংগারপাড়া গার্লস স্কুল এ- কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল মামুন তালুকদার, গ্রিণ বাংলাদেশের চেয়ারম্যান আদেল আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আবু রাশেদ, ইসলামপুর এফহউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান প্রমুখ।
উদ্ধোধন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ এলাকার দুই হাজার নারী-পুরুষের উপস্থিতিত ছিলেন।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যেন সুষ্ঠ ভাবে শিক্ষা গ্রহণ ও সঠিক নেতৃত্বর গুনাবলি গড়ে তুলতে পারে সে উদ্ধেশ্যেই গ্রিণ বাংলাদেশের স্কলারশিপের আয়োজন।
অনুষ্ঠানে বৃত্তি প্রদানসহ বিটিভির জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের চরিত্রে শিক্ষা মুলক ভুমিকায় অভিনয় করেন হালুম, টুকটুকি ও ইকরি। অনুষ্ঠানে অতিথিদের হাতের গ্রিণ বাংলার পক্ষ থেকে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।
গ্রিণ বাংলাদেশের চেয়ারম্যান আদেল আহম্মেদ তার বক্তব্যে বলেন, ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পেক্ষাপট এই তিনটি বিষয়ের উপর তাদের এই বৃত্তি প্রদান কার্যক্রম চলবে।
ভাইস চেয়ারম্যান আবু রাশেদ বলেন, বিদ্যালয়গুলোকে পরিচ্ছন্ন বিদ্যালয় হিসেবে ঘোষণা করতে গ্রিণ বাংলাদেশের শতাধিক স্বেচ্ছাসেবক সাদুল্যাপুর উপজেলায় কাজ করে যাচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে এ কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দেওয়ার আশা ব্যক্ত করেন।
উল্লেখ-সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট মংলাপাড়া গ্রামের কৃতি সন্তান ও গ্রিণ বাংলাদেশের সাধারণ সম্পাদক জাকারিয়া পলাশের উদ্যোগে বাংলাদেশের মধ্যে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায় প্রথম এ কার্যক্রম শুরু হয়।