
ফজিবর রহমান বাবু : একজন ডাক্তারের অপচিকিৎসায় একজন রোগী মারা যেতে পারে, আর একজন ধর্মের আলোচক যদি ভুল ব্যাখ্যা দেয় তাহলে গোটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে এ কথা উলেস্নখ করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আজ দেশে যে অরাজকতা ধর্মের নামে সৃষ্টি হয়েছে তা কোন ধর্মই সমর্থন করে না। আর যারা এই শামিত্মর ধর্মকে অশামত্ম ও বিতর্কিত করছে তারা মানবতার শত্রু।
১৩ জুলাই বুধবার বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনে বাস্তবায়নে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মসজিদের ইমাম, সকল মাদ্রাসার প্রধানগনের সমন্বয়ে আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি গোপাল আরো বলেন, দেশে যারা অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের সাহায্য করছে ৭১ এর পরাজিত শক্তি। আজ পুনরায় তারা সংগঠিত হয়ে বাংলাদেশের অগ্রগতিকে বিবৃত করতে চায়। ৭১ এর জামাত শিবির যেভাবে রাজনৈতিক কর্মঠ হয়েছিল আজকে সরকারের উদাসীনতার কারনে এরা আবার সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে। কাজেই সরকারের সরলতাকে কোনভাবেই দুর্বলতা ভাবার কোন অবকাশ নেই। তাই আমাদের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরূদ্ধে সচ্চার হতে হবে। আর আমাদের সকলের বিশ্বাস এই অপশক্তিকে নির্মুল করতে এদেশের জনগন আবারও সংগঠিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী, কাহারোল থানার ওসি মো. মনসুর আলী সরকারসহ চেয়ারম্যান, ইমাম ও মাদ্রাসার প্রধান বক্তব্য রাখেন।